• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিং এ দূর্ঘটনায় অটোচালক নিহত

অরক্ষিত রেলক্রসিং ( ছবি- প্রতিকী)

বিশেষ প্রতিনিধি :-ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনমালীপুর-নড়াইল রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সোহেল খান (২৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বনমালীপুর-নড়াইল রেলস্টেশন থেকে ৫০ গজ দূরে অরক্ষিত একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সোহেল খান গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের নাজির খানের ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

ওই রেলক্রসিংয়ের উভয় পাশে দোকান থাকায় এবং গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা যায়, সোহেল খান অটোরিকশা চালাতেন।

সকালে তিনি অটোরিকশা নিয়ে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি অরক্ষিত ওই রেল ক্রসিং পার হচ্ছিলেন।
এ সময় গোপালগঞ্জের গোবড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সোহেল খান মারা যান। সুত্র ঃ বাংলা নিউজ ২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।