ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের আলিপুরে বান্ধব পল্লীতে শ্রী শ্রী স্বামী শিউ নারায়ন মহারাজ জির মহা সন্তু সম্মেলন বাংলাদেশ বীরগিডি মুখ্য ধাম আলিপুরে আরম্ভ হয়েছে ।
দু’দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সন্তু সমাজের কর্মকর্তা শ্রী দূলূরাম বিরগিটি মহন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ১১ নং ওয়ার্ড কাউন্সিল মনিরুল ইসলাম মনির
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সন্তু সমাজের কর্মকর্তা শ্রী মানিক রাম মহন্ত । দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন কীর্তন, শিউ নারায়ন মহারাজের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হবে।
এর আগে প্রয়াত সদস্যদের উদ্যোগে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই অনুষ্ঠানে ফরিদপুর সহ প্রায় ২৮ টি জেলার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন।
এই সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করছে।