আগামী ১৬ জানুয়ারি খাগড়াছড়ি সদর পৌর নির্বাচন উপলক্ষ্যে মেয়র পদে লড়বেন বিএনপির একমাত্র মেয়র প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে তিনি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এসময় জেলা পৌর বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা সমর্থকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপির মেয়র প্রার্থী মো. ইব্রাহীম খলিল জানান, পৌর জনগণের ন্যায্য অধিকারসহ অতিরিক্ত করের কমানো ও খাগড়াছড়ি শহরের সৌন্দর্য বৃদ্ধি করে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবেন। ধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন করবেন। অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থাসহ শহরে বিনোদন কেন্দ্র গড়ে তুলবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোই চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার,যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক আব্দুর রব রাজা,,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুশরাত হোসেন বাপ্পি,সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।