• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
ভাঙ্গায় দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর । পুলিশ সুপার ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন

মোঃ রমজান শিকদার ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৫/৯/২০২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ভাঙ্গা বাজার পাড় নাট মন্দির ও হরি মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে। শনিবার গভীর রাতে কে বা কাহারা মন্দির দুটির প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর ও ছোট দুটি প্রতিমা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার বিকেলে মন্দির দুটির ভেতরে কমিটির লোকজন প্রবেশ করে প্রতিমা ভাঙচুরের ঘটনা দেখেন।খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টীম ও ফরিদপুর পুলিশ সুপার রোববার রাতে ঘটনাস্থলে পরিদর্শন করে পূজা মন্ডপ কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, যারাই এসব অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা চলাকালীন সময়ে পূজা মন্ডপে নিরাপত্তার পাশাপাশি সার্বক্ষণিক পুলিশ বাহিনী কাজ করবে। একই সাথে ভাঙ্গায় ৯২ টি পূজা মন্ড পরিচালনা কমিটির আইন শৃঙ্খলা বজায় রাখতে তাদেরকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ভাঙ্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি বাবু জগদীশচন্দ্র ও হরি মন্দিরের সভাপতি স্বপন সাহা জানায়, গত দুই দিনে বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় দুর্বৃত্তরা সুযোগ বুঝে অপকর্মটি করেছে। আজ দুপুরে আমরা ঘটনাটি দেখতে পেয়ে প্রশাসনকে অবগত করি। আমরা সার্বজনীন দুর্গা উৎসবকে শান্তিতে সকলকে সাথে নিয়ে পালন করতে চাই। এ ব্যাপারে প্রশাসন সহ ভাঙ্গার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।