• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
দরিদ্র-খেঁটে খাওয়া ৫০ টি পরিবারের মাঝে খাদ্যের উপহার পৌঁছে দেন ”আহ্বান” 

দরিদ্র-খেঁটে খাওয়া ৫০ টি পরিবারের মাঝে খাদ্যের উপহার পৌঁছে দেন ”আহ্বান” 

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারনে  বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে  আজ অজস্র মানুষের জীবন।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ বাধ্য হচ্ছে লকডাউন এ যেতে।রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা এক দিনের কাজ ছাড়া যাদের অন্ন জোটে না এমন ঘরে বন্দী হয়ে পড়া দরিদ্র-খেঁটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ”আহ্বান” – মানবতার প্রতি মনুষ্যত্বের ডাক। বুধবার (১৫ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর, হামজাপুর, কসবা, নিউটাউন, মাহুতপাড়া, চাউলিয়াপট্টি ও বালুবাড়ি এলাকার করোনা ভাইরাসের কারনে ঘরে বন্দী হয়ে পড়া দরিদ্র-খেঁটে খাওয়া ৫০ টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যের উপহার সামগ্রী পৌঁছে দেন দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ”আহ্বান” – মানবতার প্রতি মনুষ্যত্বের ডাক।এর আগে গত ২৯ মার্চ ২০ পরিবারের মাঝে এবং ০১ এপ্রিল ৭০ টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। এখন পযন্ত ৩ ধাপে মোট  ১৪০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন “আহ্বান” -মানবতার প্রতি মনুষ্যত্বের ডাক সংগঠনের পরিচালক মোঃ শাহ্পরান উচ্ছ্বাস ও মোনোয়ার হোসেন অলি,  সহকারী পরিচালক সাহারিয়া ইমন ও আক্তারুজ্জামান বকুল সহ অন্যান্য সদস্য বৃন্দ।

তারা বলেন, আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান, আসুন প্রত্যেকে নিজ নিজ অবস্থানে নিজের আশেপাশের অসহায় মানুষ গুলোর প্রতি একটু খেয়াল রাখি। আর সেফটির কথা চিন্তা করে বের হতে ভয় পেলে আপনাদের জন্য আর এই অসহায় মানুষ গুলোর জন্য বের হতে রাজি আছি আমরা। সুধু অর্থ দিয়েই সাহায্য করা যায় এমনটা নয়, স্বাধ্যমত চাল, ডাল, খাবার দিয়েও সাহায্য করা যায়। আপনাদের হয়ে আপনাদের পাঠানো আমানত সততার সাথে অসহায় মানুষ দের কাছে পৌঁছে দিতে আমারা দৃঢ় প্রত্যয়ী। আসুন সাথে থাকি, সাথে নিয়ে এক সাথে বাঁচি মনুষ্যত্বের আহ্বানে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।