• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
হত্যাচেষ্টা মামলায় ফরিদপুরে ২ জনের কারাদন্ড

রাশেদুল হাসান কাজল, ফরিদপুরঃ

ফরিদপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামীকে পৃথক ১ বছর ও ৬ মাস করে কারাদন্ড প্রদান করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আব্দুল হামিদ এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের চর জ্ঞানদিয়া গ্রামের মৃত নজর আলীর দুই  পুত্র মোঃ নুর হোসেন ও মো মোফাজ্জল হোসেন। নুর হোসেনকে ১ বছর ও মোফাজ্জল কে ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত।
আদালত সুত্রে জানা যায়, ২০১২ সালের মে মাসে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে জ্ঞানদিয়া গ্রামের সূর্য শেখের বাড়ি গিয়ে পরিবারের ওপর হামলা চালায় নজর আলী, মোফাজ্জল, নূর হোসেন। এ ঘটনায় গুরুতর আহত হন সূর্য শেখ ও তার সন্তান দেলোয়ার হোসেন।
পরে সূর্য শেখ সুস্থ্য হয়ে একটি কোতয়ালী থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।
এ মামলা করার পর নজর আলী ও তার সন্তানেরা সূর্য শেখের ওরপ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে এ মামলার আসামী মোফাজ্জল ও নুর হোসেন বাদী সূর্য শেখকে পিটিয়ে হত্যা করে। এ বিষয়ে একটি হত্যা মামলা বিচারাধীন।
আদালত এ মামলায় বাদীকে হত্যার বিষয়টি আমলে নিয়ে আসামী দুজনকে সাজা প্রদান করেন। বিচারক এ মামলা আরো ৬ জন আসামীকে খালাস প্রদান করেন এবং হুকুমের আসামী মারা গেলে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ মোঃ আবু জাফর বলেন, এই মামলায় বিচারক দীর্ঘ শুনানি শেষে আজ রায় প্রদান করেছে। আদালতে মামলায় দুই জনকে সাজা প্রদান করেছে এবং বাকি সাত জনকে বেকুসুর খালাস প্রদান করেছে।
আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।
আসামী পক্ষের আইনজীবী মোহাম্মদ লুৎফর রহমান স্বপন বলেন, এড়াইতে আমরা সন্তুষ্ট না। আমরা আপিল করবো।
এ মামলার বাদী মৃত সূর্য শেখের পুত্র দেলোয়ার হোসেন বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট। এরাই আমার বাবার হত্যাকারী। আমার বাবার হত্যাকারীরা আজ জেল হাজতে। তাদের বিরুদ্ধে আমার বাবার হত্যা মামলাটি বিচারাধীন রয়েছে। আমি আদালতের কাছে আমার বাবার হত্যা মামলায় আরও কঠিন শাস্তির দাবী জানাই।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।