চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-
১ ফাল্গুন গত সোমবার দিবাগত সন্ধায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনের সামনে পুকুর চালায় পানির উপর সেজেছিল বসন্তের উৎসব মঞ্চ। মঞ্চের চারিপাশে পুকুর জুড়ে পানির উপর ভাসছিল মিটি মিটি ইলেক্ট্রিক বাতির রস্মী। আর দর্শক গ্যালারী সেজেছিল ঝাড় বাতির আলোক ঝটার মাঝে লাল গালিচা বিছানো পুকুর ঘাটলার সারী সারী সিঁড়িপথ। ওই সন্ধায় ঢেউয়ের উপর বসন্ত মঞ্চে দাড়িয়ে কণ্ঠ শিল্পীরা উত্তাল সুর মালার চঁাদরে বরণ করে নিয়েছিল ঋতুরাজ বসন্তকে। ওই সন্ধায় পানির ওপর বসন্ত বিনোদনে ডুবেছিল
দর্শরা আর একই পুকুর পারে ইউএনও কোয়াটার আঙিনায় ধুম পড়েছিল রসালো পিঠা ভোজন পর্ব। সবমিলে এ বছর ঋতুরাজ বসন্তকে হৃদয় দিয়ে বরণ করে নিলেন প্রশাসন।
এ বসন্ত বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রানী সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মাহবুব হাসান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ফরিদা বেগম, এসিল্যান্ড হীরা মনি ও অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী,স্থানীয় নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা, মহিলা নেত্রী রওশনআরা পারভীন ও ছাত্রনেতা মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন।
বসন্ত বরণ সন্ধায় সঙ্গিত পরিবেশন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, এসিল্যান্ড হীরামনি, উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, রিয়েল ফিলিংস ব্যান্ড লিডার জেমস শিষ্য মারজুক জুয়েল, কণ্ঠশিল্পী মৌরী ও নীলা টিকাদার সহ স্থানীয় বিভিন্ন শিল্পীরা। এ বছর ফুল ফুটুক বা না ফুটুক, উপজেলার বসন্ত উৎসবে সঙ্গীত তরঙ্গের সুরের ঝঙ্কারে দর্শকদের হৃদয়ের গহীনে জেগেছিল নানা ফুলের সমারোহ।