• ঢাকা
  • শনিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
জর্ডান ১২ হাজার পোশাক শ্রমিক নেবে বাংলাদেশ থেকে

ফাইল ছবি


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ পোশাক শ্রমিক নেবে জর্ডান।

মঙ্গলবার এক বার্তায় মোমেন জানান, আগামী এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে দেশটি। বোয়েসেলের মাধ্যমে এসব শ্রমিক রিক্রুট করা হবে। নিয়োগকারী প্রতিনিধিদল খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণ দিন দিন বাড়ছে। জর্ডান বাংলাদেশি শ্রম রফতানির অন্যতম বড় বাজার। ২০১১ সালে জর্ডান বাংলাদেশ থেকে শ্রম আমদানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল কিন্তু মহিলা শ্রমিকদের যৌন নির্যাতন ও শ্রমিক ধর্মঘটের কয়েকটি মামলার কারণে নিয়োগ প্রক্রিয়াটি আরও কড়া করে দেয়।

২০১২ সালে বাংলাদেশ ও জর্ডান পর্যবেক্ষণ, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিবাসন ব্যয় হ্রাস করার জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। একই বছরে বাংলাদেশ ও জর্ডান বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর জন্য একটি খসড়া চুক্তি তৈরি করে। চুক্তি অনুসারে দুটি দেশ একে অপরকে ‘মোস্ট ফেভারড নেশন’ মর্যাদা দেবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।