• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র
  • ফ্লোরিডায় বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার ঘোষণা
  • আলোচনা হয়েছে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে

তিনদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট (উপপররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই বিগান।

গত বুধবার রাতে ঢাকায় পৌঁছেয় বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে। এরপর গতকাল দিনভর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্টমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি জোর দিয়ে বিগান বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয় প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার ঘোষণা দেন তিনি।

করোনা পরবর্তী প্রথম কোনো দেশ সফর হিসেবে বাংলাদেশকে নির্বাচন করায় ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশকে দিল্লির চোখে দেখে না। দেখলে আমাদের এখানে তারা আসতেন না। কেননা, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে। স্টিফেন বিগান জানিয়েছেন, বিষয়টি তাদের অ্যাটর্নি জেনারেল দেখছেন। তবে বৈঠকে ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান রোহিঙ্গা সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে। এ সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে এক বার্তায় বলা হয় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান এ পর্যন্ত তার ফলপ্রসূ সফরটিকে উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার পন্থা বিষয়ে আলোচনার জন্য তিনি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে ড. মোমেন ও স্টিফেন বিগান ফ্লোরিডার মিয়ামিতে বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার ঘোষণা দেন। গণতান্ত্রিক নীতিতে শক্তিশালী বন্ধনের মাধ্যমে একটি মুক্ত ও স্বচ্ছ অঞ্চল গড়ে তোলাই দুই দেশেরই লক্ষ্য বলে জানান তারা।

গত বুধবার ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট (উপপররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই বিগান। তিনদিনের ঢাকা সফরের প্রথমদিন সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। ১৪-১৬ অক্টোবর ঢাকা সফর করবেন বিগান।

বিগান বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তার এ সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একই ভিশন উন্মুক্ত, অন্তর্ভুক্তমূলক ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গড়ে তোলা ও কোভিড-১৯ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।