এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৪৯ জন করোনা রোগী সনাক্ত হলো।
ফরিদপুরে একজন চিকিৎসকসহ আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে আজ শুক্রবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৪৯ জন করোনা রোগী সনাক্ত হলো।
শুক্রবার যে দুইজনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক। তার বয়স ২৫। অপরজন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের একটি গ্রামের ৪৫ বছর বয়সী এক পুরুষ।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে গোপালগঞ্জের ২৮ বছর বয়সী এক নারী।
ফরিদপুর করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে জানা গেছে, শুক্রবার এ ল্যাবে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ৭৫ এবং গোপালগঞ্জের ৮২ জন। শুক্রবারের পরীক্ষায় নতুন করে মোট সাত জনের করোনা শনাক্ত হয়েছে।