বোয়ালমারীতে ভোক্তা অধিকার দিবস পালিত
সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও ক্যাবের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
মুজিব বর্ষের অঙ্গিকার, সুরক্ষিত ভোক্তা অধিকার প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার বিকেলে একটি র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন, অধ্যক্ষ লিয়াকত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরী, মহিলা কলেজের উপাধ্যক্ষ খন্দকার আবু মোরসালিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল ইসলাম, ক্যাবের উপদেষ্টা ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মিলন, ক্যাবের উপদেষ্টা ও সাংবাদিক এড. কোরবান আলী, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, আমির চারু বাবলু, ক্যাবের সভাপতি মুহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক নুরইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মোল্যা, আনিস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাবের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম