• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
নগরকান্দার ইউএনওকে সংবর্ধনা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রুর বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা প্রদান করেছে নগরকান্দা প্রেসক্লাব।

রবিবার (১৫ মে) সন্ধায় প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউএনও কে বিদায় জানানোর পাশাপাশি নগরকান্দা থানার ওসি হাবিল হোসেনকে বরণ করে নেয় সাংবাদিকরা।

প্রেসক্লাবের আহবায়ক শামসুল হুদা হুদুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও বর্তমান নির্বাচন কমিশনার সাইয়াদুর রহমান বাবলুর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী ইউএনও জেতী প্রু, থানার ওসি হাবিল হোসেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ইউএনওর এ উপজেলায় যোগদান থেকে বিদায় পর্যন্ত বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইউএনওর কার্যকালে ইউএনও জেতী প্রু যেভাবে নগরকান্দার সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন ও করোনা মোকাবেলায় সচেষ্ট থেকেছেন তার জন্য নগরকান্দাবাসী তাকে সারা জীবন স্মরণ করবেন।

অনুষ্ঠান শেষে ইউএনওর হাতে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।