• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
চীনকে ছাড়িয়ে গেলো ভারত করোনা আক্রান্তে

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের চেয়েও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হলো ভারতে। আক্রান্তের হিসাবে তারা বিশ্বে ১১ নম্বরে। গত ২৪ ঘণ্টায় প্রায় চার হাজার মানুষের দেহে করোনা ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শুক্রবার একদিনে ৩ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাতে মোট করোনা পজিটিভের সংখ্যা ৮৫ হাজার ৯৪০ জন। এক লাফে সাড়ে তিন হাজারের বেশি আক্রান্ত হওয়ায় পেরু ও চীনকে টপকে গেছে ভারত। মহামারির উৎপত্তিস্থল চীনের স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, তাদের দেশে এ পর্যন্ত ৮২ হাজার ৯৪১ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।

দুই দেশ মহামারির একেবারে ভিন্ন অবস্থায়। ভারতে এখনো লকডাউন চলছে এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষ একদিনে হাজার হাজার রোগী শনাক্ত করছে। আর চীন ওই ধাক্কা সামাল দিয়ে এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। যদিও সেখানে শনিবার নতুন করে ৮ জন আক্রান্তের খবর মিলেছে।

আক্রান্তে চীনকে ছাড়ালেও ভারতের স্বস্তির খবর এই যে মৃত্যুর হার চীনাদের তুলনায় অনেক কম। ভারতে একই দিনে ১০০ জনের মৃত্যু হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭৫২ জন, চীনে এখন পর্যন্ত মৃত্যু ৪ হাজার ৬৩৩ জন।

ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য হলো মহারাষ্ট্র, সেখানে ২৯ হাজার ১০০ জন করোনা রোগী। এদিকে দেশে সুস্থ হওয়ার হারও ভালো, ৩০ হাজার ১৫৩ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।