• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
চরাঞ্চলে বন্যা পরবর্তী কৃষকের মাঝে মাসকলাই এর জাত বারিমাস-৩ এর বীজ বিতরন 

ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (সগবি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বারি), এর আয়োজনে গত ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে অফিস প্রাঙ্গনে চরাঞ্চলে বন্যা পরবর্তী কৃষকের মধ্যে বারি উদ্ভাবিত মাসকলাই এর জাত বারিমাস-৩ এর বীজ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সগবি, বারি, ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বারি) পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হজরত আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর মসলা গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশফিকুর রহমান। বীজ বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট চাষীসহ সগবি, বারি, ফরিদপুরের মাঠ পর্যায়ে কর্মরত বৈজ্ঞানিক সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। মোট ২৪ বিঘা জমি আবাদের জন্য বারি মাস-৩ এর বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর সগবি, বারি বৈজ্ঞানিক কর্মকর্তা এ.এফ. এম রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে আগত কৃষকদের মাঝে প্রধান অতিথি বারি মাস-৩ এর বীজ বিতরণ করেন। বিতরণকালে প্রধান অতিথি জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি মাস-৩ এর ফলন চরাঞ্চলে আবাদকৃত স্থানীয় জাতের চেয়ে শতাংশে প্রায় ২-৩ কেজি বেশী হবে। এ জাত আবাদ করে কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারে। এছাড়াও বন্যা পরবর্তীকালীন সময়ে জমির সুষ্ঠু ব্যবহার ও ফসলের নিবিড়তা অর্জনে মাসকলাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বন্যা পরবর্তী সময়ে চরাঞ্চলে কৃষকের জন্য মাসকলাই এর বীজ বিতরণের জন্য কৃষকেরা সরেজমিন গবেষণা বিভাগ, বারিকে ধন্যবাদ জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।