• ঢাকা
  • রবিবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের লক্ষে গতকাল রাতে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিললনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাওলানা কারী গোলাম মোস্তফা অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ‌, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোঃ তাজুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা মোঃ মামুন,শহীদ ভূঁইয়া প্রমুখ।
এ মত বিনিময় সভায় বক্তারা ১০১ জন সদস্যের জেলা ও ১০১ জন সদস্যের ফরিদপুর মহানগর কমিটি গঠনের উদ্যোগ নেয়ার কথা জানান। সভাপতি এবং সেক্রেটারি নির্বাচনে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য উপস্থিত কর্মীদের কাছ থেকে মতামত নেয়া হয়। কর্মীরা সভাপতি হিসেবে মাওলানা সিরাজুল ইসলাম ও দেলোয়ার হোসেন জিল্লুর এবং সেক্রেটারি হিসেবে মাওলানা ইমদাদুল হকের নাম উল্লেখ করেন। উপস্থিত নেতারা এর পাশাপাশি ফরিদপুর ওলামা দলকে জেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সুসংঘটিত ও শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।চূড়ান্তভাবে কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচনের দায়িত্ব জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক নির্ধারণ করবেন বলে মতবিনিময় সভা থেকে জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।