ফরিদপুর সদর উপজেলার আওতাধীন কানাইপুর ইউনিয়নে আজ ১৬ মে ২০২০ইং শনিবার সকাল ১০.৩০ মিনিটে কানাইপুর উচ্চ বিদ্যালয় আব্দুস সোবহান ভবনে করোনা ভাইরাস প্রার্দুভাবে কানাইপুরের শিকড় পরিবার কর্তৃক (আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বে মোট ৩০০টি অসহায় পরিবারকে চাল, ডাল, আটা, তৈল, আলু, লবন ও সাবান উপহার প্রদান করেছে) চতুর্থ পর্বে ৫০টি অসহায় পরিবারকে ব্যতিক্রমি উপহার (ইলিশ মাছ সহ আরও ৭ ধরণের সবজি) প্রদানের ধারাবাহিকতায় আজও ৫০টি অসহায় পরিবারকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্ভোধন করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন।
ঈদের আগেই শিকড় পরিবার থেকে মোট ৫০০টি অসহায় পরিবারকে উপহার প্রদান সম্পন্ন হয়ে যাবে। তাদের টার্গেট ১০০০টি অসহায় পরিববারকে উপহার প্রদান করা।
আজকের উক্ত বিতরণ অনুষ্ঠান শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, মো: আশরাফুল আলম কাজল, মো: ইউনুছ মিয়া, সভাপতিত্ব করেছেন শিকড় নীতি নির্ধারণী ফোরামের সদস্য শাহ্ মো: শাহজাহান মোল্যা, প্রধান শিক্ষক কানাইপুর উচ্চ বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন শিকড়ের এ্যাডমিন শফিকুল ইসলাম খোকন ও শিকড়ের নীতি নির্ধারণী ফোরামের সদস্য- মো: আশরাফুল আলম কাজল, প্রদীপ সাহা, মো: সাইফুল ইসলাম, মো: ইউনুছ মিয়া, শিকর পরিবারের সদস্য শাওন পোদ্দার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন অসহায় পরিবারের সদস্যবৃন্দ তাদের সকলকে শিকড় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
শিকড় পরিবার সব সময়ই অসহায় মানুষের পাশে থাকতে চাই। শিকড় পরিবার কে যাহারা দেশ ও বিদেশ থেকে অর্থ সাহায্য করেছেন (শিকড় পরিবারকে ১৬২ জন ব্যক্তি অর্থ সাহায্য করেছে) তাদের প্রতি শিকড় পরিবার থেকে ধন্যবাদ ও স্যালুট জানিয়েছেন। শিকড়ের প্রাণ হলো শিকড়ের সাধারন সদস্যবৃন্দ। তাহারা সব সময়ই তাদের সহযোগিতা ও সমর্থন চাই। সবার সহযোগিতা, সমর্থন ও পরামর্শ পেলে শিকড় ভবিষ্যতে আরও অনেক ভাল কাজ বা সামাজিক কাজ করতে পারবে।