ফরিদপুর মেডিকেল কলেজ এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী কাল
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর মেডিকেল কলেজ এর ২৯তম প্রতিস্ঠা বার্ষিকী উৎসব আগামীকাল থেকে দু’দিনব্যাপী পালন করা হবে।
এ উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজ এর উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ও দুপুরে আলোচনা সভার আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্বাচিপের সভাপতি ডাক্তার ইকবাল আর্সেনাল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর মেডিকেল কলেজ এর সভাপতি মাসতুরা মোশাররফ ঐশিকা, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক ইমরুল হাসান জিম প্রমূখ।
এছাড়া বৃহস্পতিবার দিনব্যাপী প্রাক্তন ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।