ফরিদপুরে ‘জাগ্রত বিবেক” এর উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন পড়া হত দরিদ্র ৮০টি পরিবারের মাঝে চাল, সাবান ও মাস্কসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে “জাগ্রত বিবেক” নামের একটি সংগঠন। সংগঠনের প্রধান উপদেষ্টা গ্রুপ ক্যাপ্টেন(অব.) এম ইদ্রিস আলীর অর্থায়নে এ সহায়তা দেওয়া হয়।
আজ শনিবার সকালে শহরের কোমরপুর এলাকার রঘুনন্দনপুর হাজীপাড়া জামে মসজিদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সাবান দিয়ে হাত ধোয়ার পর এক এক করে খাদ্য সহায়তার বস্তা ওই পরিবারগুলোর সদস্যের হাতে তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে সাড়ে ১২ কেজি করে চাল, সাবান ও মাস্ক দেওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগ্রত বিবেক এর সভাপতি মো. কুদ্দুসুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এসএম কামরুজ্জামান, লিটন খান প্রমুখ।