• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
খুলনায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি

  ১৭ মার্চ স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা এবং জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু। সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবনে ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোকসজ্জা, শিশুদের মাঝে ‘বঙ্গবন্ধু ভাবনা’ শীর্ষক মতবিনিময় ও দোয়া মাহফিল।  

  ১৭ মার্চ ফজর নামাজের পর বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ, ১৫ আগস্টের শহিদ, সমগ্র দেশবাসী এবং করোনাভাইরাস থেকে দেশবাসিকে হেফাজাতের লক্ষে জেলা প্রশাসানের আয়োজনে ও ‘চাইল্ড ইন্টিগ্রেটি এবং শিশু বঙ্গবন্ধু ফোরামের’ ব্যবস্হাপনায় সকল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

  ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে তোপধ্বনীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু এবং সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবনে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

   ঐদিন সকাল আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্’িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ এবং সকাল সোয়া আটটায় সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 

  ১৭ মার্চ সকাল সাড়ে আটটায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে কেক কাটা, শিশুদের মাঝে ‘বঙ্গবন্ধু ভাবনা’ শীর্ষক মতবিনিময়, সকাল নয়টায় এতিম, দুস্’ ও ভবঘুরে কল্যাণ কেন্দ্র, শিশু সদন এবং জেলখানায় বিশেষ খাবার পরিবেশন ও মিষ্টি বিতরণ, সুবিধাজনক সময় স্যুভেনির গ্রন্’, স্মরণিকা, দেয়াল পত্রিকা প্রকাশ করা এবং বঙ্গবন্ধুর ওপর রচিত বই বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ওপর বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা এবং দেয়ালিকার মাধ্যমে শিশু ভাবনা প্রকাশের ব্যবস্’া এবং সমাজসেবা অধিদপ্তর খবধারহম ঘড় ড়হব নবযরহফ-ঝউএ’র এই শিক্ষানুযায়ী পথশিশুদের নিয়ে বিভিন্ন নাটিকা, অভিনয় ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন থাকবে। 

  ঐ দিন রাত সাড়ে সাতটায় খুলনা জিলা স্কুল মাঠে আতশবাজির উদ্বোধন এবং একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জনসমাবেশ ব্যতিরেকে বর্ণাঢ্য আতশবাজির আয়োজন এবং রাত আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান নিজ নিজ কার্যালয়ে টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

  ১৭ মার্চ সুবিধাজনক সময় বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান এবং করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কে বেতার, বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও ও এফএম ব্যান্ডে প্রচার, সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গৃহীত ‘পরিছন্ন গ্রাম-পরিছন্ন শহর’ কর্মসূচি, দৃশ্যমান স্হানে পোস্টার ও স্যুভেনির প্রকাশ এবং করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণার ব্যবস্হা গ্রহণ, সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপগুলোতে আলোকসজ্জা করা এবং সুবিধাজনক সময় সকল সরকারি, বেসরকারি, সংস্হা ও প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন ও পরিস্কার পরিছন্নতা  অভিযান পরিচালনা করা হবে। 

ল  স্হানীয় পত্রিকা বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করবে। উপজেলা পর্যায়েও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন থাকবে।

 

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।