মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার প্রতিনিধি সভা আজ সকাল ১১ টায় প্রেসক্লাবের অনুষ্ঠিত হয়।
বাজুস ফরিদপুর শাখার আহ্বায়ক নন্দ কুমার বড়ালের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার দিলীপ কুমার রায় চেয়ারম্যান স্থায়ী কমিটি, জেলা মনিটরিং বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন , সাবেক সভাপতি বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন, এবং হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যান, অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির ফরিদপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন কর্মকার, বাসু দেব কর্মকার, অমল চন্দ্র কর্মকার, সুবোধ চন্দ্র দে, অভিষেক কর্মকার, উৎপল দত্ত, কানাইপুর জুয়েলার্স সমিতির সভাপতি আনন্দ কর্মকার, ভাঙ্গা থানার সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম প্রমুখ।
সভা পরিচালনা করেন আহবায়ক কমিটির অন্যতম সদস্য শ্যামল কর্মকার।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি জানান।
তিনি বলেন বাংলাদেশ জুয়েলারি শিল্পকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন সেই শিল্প গার্মেন্টস এর সাথে পাল্লা দিতে পারে। তিনি বলেন আপনাদের সবাইকে এক থাকতে হবে এবং এই শিল্পের উন্নতির জন্য কাজ করতে হবে। তিনি ১১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি কে খুব তাড়াতাড়ি নির্বাচনের প্রস্তুতি নেবার , সদস্য সংগ্রহ করার, এবং ভোটার তালিকা হালনাগাদ করার আহবান করেন। তিনি সবাইকে জুয়েলারি সমিতির সদস্য হবার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষণে অমিতাভ বোস বলেন নির্বাচিত যে কমিটি হবে সেই কমিটি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে। তিনি এ কমিটির সাথে অন্তর্ভুক্ত করার জন্য প্যানেল মেয়র ২ মতিউর রহমান শামীম এর নাম প্রস্তাব করেন। তিনি বলেন এই নির্বাচনে ফরিদপুর পৌরসভা সহায়তা করবে।