• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
নাউবি-২০১৪ ব্যাচ এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

নাউবি-২০১৪ ব্যাচ এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

এম এ আহমেদ আরমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার গত ২৬ মার্চ হতে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে।

এতে গরিব, দিনমজুর, নিন্মআয়ের মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে বুধবার (১৫এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়নে ৫৪ টি মধ্যবিত্ত ও অস্বচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী উপহারস্বরূপ প্রদান করেন।

নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপহার সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল- চাল ৫ কেজি, তেল ১ কেজি, মসুর ডাল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, ময়দা ১ কেজি, আলু ২ কেজি, লবণ ১ কেজি ইত্যাদি।

নাউবি-২০১৪ ব্যাচ শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মান্য করে জনগণ কোয়ারেন্টাইন পালন করছে। অনেক পরিবার আছে দিনে এনে দিনে খায় এবং মধ্যবিত্ত আয় রোজগার বন্ধ মানবতা জয় করার লক্ষ্যে আর তারা যেন ঘর থেকে বাহির না হয়, নিজে সুস্থ থেকে যেন পুরো দেশের মানুষকে সুস্থ রাখে সেজন্যে আমরা অল্প কয়জন সামাজিক এবং শারিরীক দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে আমাদের এই ক্ষুদ্র উপহার সামগ্রী প্রদান করলাম। সমাজের বিত্তবানদের প্রতি অনুরুধ তারা যেন এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।