• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
মোবাইলফোনে শ্রমিক দের স্বাস্থ্যসেবা চালু

মোবাইলফোনে শ্রমিক দের স্বাস্থ্যসেবা চালু

খুলনা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) :                    করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে শ্রম অধিদপ্তর মোবাইলফোনের (টেলিমেডিসিন) মাধ্যমে সার্বক্ষণিক শ্রমিকদের স্বাস্থ্যসেবা চালু করেছে। শ্রম অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি প্রশমনের জন্য শ্রম অধিদপ্তরের ১৭টি শ্রম কল্যাণ কেন্দ্র মোবাইলফোনে স্বাস্থ্যসেবা প্রদান করবে।

শ্রমকল্যাণ কেন্দ্রের নাম এবং মোবাইল নম্বর নিম্নরূপ :শ্রমকল্যাণ কেন্দ্র খুলনার খালিশপুর ০১৭১৮১১৯৯৪৯; খুলনার রূপসা ০১৭১৭৩৩৮২৩৪; কুষ্টিয়া ০১৭১২৫৯৯১৬৫। তেজগাঁও, ঢাকা ০১৭১৬০৮০২২৭; টংগী, গাজীপুর ০১৯২০৭১৫৯৮৪ । চাষাড়া, নারায়ণগঞ্জ ০১৭১৬০১১৪৩২; কালুরঘাট, চট্রগ্রাম ০১৫৫২৩৮৯৬২৫। ষোলশহর, চট্রগ্রাম ০১৮১৭৭৪১৭৪৬; আশুগঞ্জ, বি-বাড়িয়া ০১৭১৭১০৩৩৮৯। গাইবান্ধা ০১৯৭৯৮৭৪৪৭৭; বগুড়া ০১৬১৭১২৪৩২৯; সৈয়দপুর, নীলফামারী ০১৭১২২২৭৬২০। ফুসকুড়ি, মৌলভীবাজার ০১৭১১৩২৫৭১৩; চিকনাগুল, সিলেট ০১৭৯৯২০২৬২৩; শ্রীমঙ্গল, মৌলভীবাজার ০১৭১২৯২১২৯৫; শমসেরনগর, মৌলভীবাজার ০১৭১২৯০২৬৩১ এবং পাত্রখোলা, মৌলভীবাজার ০১৭১৭৪৪৬৯৬৫।দেশের যে কোন প্রান্ত থেকে ফোন করে শ্রমিকরা সার্বক্ষণিক তাঁদের স্বাস্থ্যসেবা পাবেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।