মোঃ নুরুল ইসলাম, সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দরবার হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা প্রকৌশলী আঃ মমিন, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ এম.এ. গাফ্ফারসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিএনপি, জামায়াতের নেতৃত্ববৃন্দ।
এ সয়ম বক্তারা ১৯৭১সালে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা করা হয়।
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্থম্ভে পুষ্পস্থক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা ও রাজনৈতিক বৃন্দ।
মোঃ নুরুল ইসলাম
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
মোবাঃ ০১৭৩১৬১৭৫৯৫
তাং ১৬-১২-২০২৪ইং