• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ভাঙ্গায় প্রশাসনের হস্তক্ষেপে ফের বাল্যবিবাহ বন্ধ

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১৬/৫/২২
গত এক সপ্তাহে পরপর দুটি বাল্যবিবাহ বন্ধ পর আজ সোমবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে ফের আরো একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। উপজেলার চান্দা ইউনিয়নের গোয়ালদী গ্রামে কালাম মাতব্বরের ১৪ বছর বয়সী মেয়ে তাহমিনার বিবাহ অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা ইলা কুন্ড, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ করা হয়। এসময় মেয়েটির পিতা আবুল কালাম মেয়ের কাছ থেকে ১৮ বছর পূর্বে মেয়ের বিবাহ দেবে না বলে অঙ্গীকারনামা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান জানান, ভাঙ্গা উপজেলায় হঠাৎ করে বাল্যবিবাহ প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। গত এক সপ্তাহে দুটি বাল্য বিবাহ বন্ধ করা হয়। আজ একটি বন্ধ করা হলো। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরো কাজ করতে হবে। বাল্যবিবাহ কে নিরুৎসাহী করতে সকলে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহবান করা হলো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।