ফরিদপুর জেলা প্রতিনিধি
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারের সভাপতিত্বে বিকেল পাঁচটা কুড়ি মিনিটে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, সদস্য তৌফিক হোসেন পুচ্চি, জুয়েল খান, মুকুল হোসেন, ইতমাম হাসিন চৌধুরী, মাহফুজ আহমেদ হিমেল, গোবিন্দ চন্দ্র সাহা, তানভীর কামাল সাব্বির, সাবেক শহর যুবলীগের সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহান, সাবেক সরকারি রাজেন্দ্র কলেজের ভিপি কাওসার আকন্দ, সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিয় সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে
নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধু সহ তার পরিবারকে যারা নির্মমভাবে হত্যা করেছিলো তাদের অধিকাংশ অপরাধীকেই এই বাংলার মাটিতে বিচার করেছে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ৷ আর কখনো কাউকেই এভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেবে না এই যুবলীগ ৷ দেশের যুব সমাজের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের রুপকার, তারই হাত ধরে দেশের উন্নয়ন ও শান্তি রক্ষা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের মাগফিরাত কামনা করে দোয়া করেন৷ পরিশেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।