খ্যাতিমান পল্লী চিকিৎসক ডা: বিজয় শংকর কর্মকার মারা গেছেন
রেজাউল করিম,ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
307 বার দেখা হয়েছে
০
খ্যাতিমান পল্লী চিকিৎসক ডা: বিজয় শংকর কর্মকার মারা গেছেন।
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার লাহিড়ী পাড়া নিবাসী পল্লী চিকিৎসক হিসেবে খ্যাতিমান ডা: বিজয় শংকর কর্মকার মঙ্গলবার দিবাগত রাত ১২:২৫ টায় বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২বছর।
তিনি ৩ পুত্র, ৪ কন্যা,নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার দুপুরে অম্বিকাপুর মহাশ্মশানে তাঁকে দাহ করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের ডিডিটি বিধান কর্মকার তাঁর দ্বিতীয় পুত্র। সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবনী রায় তাঁর শ্বশুর।