কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর ২৪) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি নিয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে সমবেত হয়।
এরপর একই স্থানে বহুতল ভবনে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে, বাসাবাড়িতে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তা নিভানো যাবে সেসব বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রশিক্ষণ দেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক, আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের দমকলকর্মী কহিনুর ইসলাম ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আলমগীর কবীর,উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন,বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার হোসেন প্রমুখসহ অনেকে।
কবির হোসেন
০১৭১৬ ৪৫৫৮৩৬
তারিখ ১৬ অক্টোবর ২০২৪