• ঢাকা
  • শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
সাভারের আশুলিয়ায় এক পরিবারের ভিন্নধর্মী উদ্দোগ

সুমন ভূইয়াঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার হিসাবে নগদ টাকা বিতরণ করেছেন সাভার উপজেলা আওয়ামীলীগ এর কৃষি বিষয়ক সম্পাদক হাজী মো আবু তাহের।

শনিবার (১৬ মে) দুপুরে সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় নিজ বাড়িতে তাদের ৭ ভাইয়ের উদ্যোগে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এই টাকা বিতরণ করা হয়।

উদ্যোক্তারা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশের মানুষকে বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সরকার। কয়েক ধাপে বন্ধ ঘোষণা করেছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণপরিবহণ ও পোশাক শিল্প। একারনে অসহায় হয়ে পড়েছে অনেকেই। তাদের ঈদে একটু হাসির ছোয়া দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই তো চাল ডাল দিচ্ছেন। চাল ডাল ছাড়া নগদ টাকার কিছু খরচ আছে ঈদে তারা যেন অন্তত এই খরচ করার ক্ষমতা রাখে তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

নগদ টাকা প্রাপ্ত এক ব্যক্তি ছামিউল বলেন, আমাদের ঈদের সেমাই আর ছেলেটার একটি শার্ট কিনতে পারবো। এই টাকা ছাড়া হয়তো ছেলের শার্ট আর সেমাই চিনি কিনতে পারতাম না। তাহের ভাই ও হালিম ভাইকে আল্লাহ্ অনেক দিন বাঁচিয়ে রাখুক। এমন মানুষ থাকলে অসহায়দের ছোট ছোট স্বপ্ন গুলো পূরণ হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগ এর কৃষি বিষয়ক সম্পাদক হাজী মো আবু তাহের, সাবেক মেম্বার আব্দুল হালিম, হাজী আব্দুস সালাম, আব্দস সামাদ, আব্দুল হাই, আবু হানিফ ও হাজি মোতালেব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।