সদরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় ও শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ফুলে ফুলে ভরে ওঠা স্মৃতির মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ওসি এস এম তুহিন আলী,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল, প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।