• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
সাভারে সব বিপণীবিতান বন্ধের নির্দেশ

সুমন ভূইয়া সাভারঃ স্বাস্থ্য বিধি না মানায় ও সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় সাভারের সকল বিপণিবিতান বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।

তিনি জানান, গত কয়েক দিন ধরে নজরদারি করে দেখা যায়- বিপণিবিতানগুলোতে যথাযথ স্বাস্থ্য বিধি না হচ্ছে না। একই সাথে বিপণিবিতানগুলোতে সামাজিক দূরত্বও নিশ্চিত হচ্ছে না। তাই করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ থেকে সাভারের সকল বিপণিবিতান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিটি বিপণিবিতানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গিয়ে বিপণিবিতানগুলো বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

প্রসঙ্গত, গত ১০ তারিখ থেকে সীমিত পরিসরে সাভারের বিপণিবিতানগুলো চালু করার নির্দেশ দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।