ফরিদপুরের চরভদ্রাসনে সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারনা অর্জন, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরন ও সমবায়ীদের আত্নকর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমূখী প্রকল্প গ্রহনের লক্ষ্যে সমবায়ী সদস্যদের অংশগ্রহনে দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন সম্পন্ন হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।
প্রশিক্ষনে সমবায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা আক্তার, কৃষি কর্মকর্তা আলভীর রহমান, জেলা সমবায় প্রশিক্ষক লাকি আক্তার, চরভদ্রাসন ঘর মালিক সমবায় সমিতির সভাপতি মো. আসলাম মোল্যা,স্বনির্ভর সঞ্চয় ও রিনদান সমবায় সমিতির সভাপতি মো. মনির হোসেন পিন্টু ও মাতৃমঙ্গল সমবায় সমিতির সভাপতি রতন কুমার টিকাদার প্রমূখ।
এছাড়া প্রশিক্ষনে চরভদ্রাসন হাট/বাজার বণিক সমবায় সমিতি, টিসিসি, মানবউন্নয়ন, রিক্সাভ্যানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ৩৫ জন সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহন করেন।