হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
স্বর্ণালী স্মৃতি রোমন্থনে ফরিদপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক মিলনায়তনে এ চা-চক্র ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আজম শাকিলের সঞ্চালনায় এই সভায় জেলায় বিভিন্ন পেশায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় সরকারি রাজেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সারদা সুন্দরী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক, এনএসআই’র যুগ্ম-পরিচালক মো. মজিবুর রহমান, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন, রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া সহ অন্যান্য সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের পারস্পরিক যোগাযোগ আরো সুদৃঢ় করার নিমিত্তে সর্বসম্মতিক্রমে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রফেসর অসীম কুমার সাহাকে আহবায়ক ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শেখ জামালকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিকে ফরিদপুরে সকল পেশায় কর্মরত সাবেক শিক্ষার্থী প্রতিনিধি কো-অপ্ট করে কমিটির কলেবর বৃদ্ধি করার দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের বৃহত্তর মিলনমেলা আয়োজন করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে উক্ত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।