• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
মহান মুক্তিযুদ্ধে ফরিদপুরে প্রথম শহিদদের শ্রদ্ধা জানালো শিবাজী নিকেতন

ফরিদপুর: মহান স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধে ফরিদপুরে প্রথম শহিদ আট ব্রহ্মচারীর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করলো স্বেচ্ছাসেবী সংগঠন শিবাজী নিকেতন। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালে প্রভু জগদ্বন্ধু সুন্দরের লীলাভূমি শ্রীধাম শ্রীঅঙ্গনে আট ত্যাগী ব্রহ্মচারীসহ সকল শহিদদের শ্রদ্ধা জানানো হয়। শিশু শিবাজী পোদ্দার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ আগরবাতির ধোয়ায় কর্মসূচী উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিজয় পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি শ্রীমদ্ভ কান্তি বন্ধু ব্রহ্মচারী।

এছাড়া আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা প্রবোধ কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. আবু ইউসুফ পাখী, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, থানা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক অখিল চন্দ্র দাস, শিবাজী নিকেতনের সহ-সভাপতি নন্দিতা পোদ্দার ও গেরদা যুবলীগ নেতা আবু তালেব মোল্যাসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সকলের মাঝে ফল প্রসাদ বিতরণ করেন সঙ্গীত শিল্পী নিশা পোদ্দার লাবন্য। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ফরিদপুরের এই নৃশংস ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। বিষয়টি আমি তৎকালিন জাতিসংঘের মহাসচিব কফি আনান-কে পত্র দিয়ে অবগত করেছিলাম তিনি সে পত্রের উত্তর দিয়েছিল।

অনুষ্ঠানে সকল বক্তা শ্রীধাম শ্রীঅঙ্গনের মুক্তিযুদ্ধের এই বিষয়টি জাতীয় ভাবে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ নির্মাণের দাবী জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।