ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ই ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সকাল ১১টায় আলোচনা সভায় ইউ,পি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু ফকিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসেম মৃধা।
এছাড়া আলোচনায় অংশ নেন আ.লীগ নেতা মমতাজ বেপারী, আইয়ুব আলী, ফরিদউদ্দিন আহমেদ, হায়দার খান, কামাল মাতুব্বর, ইউপি সদস্য মনোয়ার ফকির, পাঞ্জু শেখসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণটি প্রতীকী হুবহু প্রদান করেন ইউপি চেয়ারম্যান পুত্র মেহেদী হুসাইন তানজির।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রহমান বয়াতি ও চান মিয়া বয়াতি। নেতৃবৃন্দ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী মুক্তিযুদ্ধের নতুন প্রন্মকে জেগে ওঠার আহবান জানান।