• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বোয়ালমারীতে পাওয়ার টিলার চালিত সিডার পেলেন ৮ কৃষক

সনতচক্রবর্ত্তী: সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার আওতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বীজ বপন ও চাষ যন্ত্র পাওয়ার টিলার সিডার বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন কৃষক পেয়েছেন এই পাওয়ার টিলার চালিত সিডার। বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের হাতে পাওয়ার টিলার চালিত সিডার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, অফিস সহকারী স্বপন কুমার বিশ্বাস, সিডার সাপ্লায়ার সন্তোষ বিশ্বাস প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিটি সিডারের বাজার মূল্য দুই লাখ ত্রিশ হাজার টাকা। এক লাখ টাকা সরকার ভর্তুকি দেয়ায় কৃষক প্রতিটি সিডার পেয়েছেন এক লাখ ত্রিশ হাজার টাকায়।
বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাওয়ার টিলার চালিত সিডার প্রাপ্ত ৮ জন কৃষক হলেন- সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের বশার শেখ, মো. কালাম ফকির, দরিরামদিয়া গ্রামের নওশের মোল্যা, দাদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইউনুচ মিয়া, পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের গোপাল মণ্ডল, মাসুদ ফকির, মন্নু মোল্যা, গুনবহা ইউনিয়নের দুলাল মোল্যা। পাওয়ার টিলার চালিত সিডার পেয়ে কৃষিতে যান্ত্রিকীকরণ বেগবান হবে বলে কৃষকরা জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।