নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আত্তাপ উদ্দীন এর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ আলী দিপুর কেনা সম্পত্তির উপরে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে, চাচাতো ভাই ভুলু মোল্লা ও দুলু মোল্লা তাদের স্ত্রী, সন্তানদের দিয়ে উক্ত সম্পত্তির উপরে জোরপূর্বক ঘর নির্মাণ করতে গেলে দিপু মিয়া থানার অফিসার ইনচার্জ কে জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
জানাযায়, ১৫২ নং আটকাহনিয়া মৌজার বিএস খতিয়ান ৩৬,৩৭,৩৪ বিএস দাগ ৪৫২ দাগের জমি ৫.৭৫ শতাংশ জমি ২০১০ সালে জালাল মোল্লার ছেলে হারুন অর রশীদ এর নিকট থেকে ক্রয় করে ।
মোহাম্মদ আলী দিপুর জমিতে প্রতিপক্ষ ভুলু ও দুলু পুর্বে ঘর উত্তোলন করার সময় উক্ত জমির উপর অভিযোগের ভিত্তিতে আদালত ১৪৪ ধারা জারী করে। বিবাদীরা আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে পুনরায় ঘর উত্তোলনের চেষ্টা চালায়।
এই ব্যাপারে স্হানীয় সালিশ হয় এবং একাধিকবার জমি মেপে সীমানা নির্ধারন করে দিলেও তা পরে আর মানছেনা বিবাদী প্রতিপক্ষরা বলেন ভুক্তভোগী দিপু মিয়া। তিনি আরো জানান যে এই সম্পত্তি কিনার পর থেকেই বিবাদীরা ঝগড়া ফ্যাসাদ করেই আসছে, চলছে মামলা।
এ বিষয়ে প্রতিপক্ষ ভুলু ও দুলু মোল্লার বাড়িতে গিয়ে তাদের না পাওয়ায় ভুলু মোল্লার স্ত্রী শিরিয়া বেগম বলেন, আমাগো বেটারা বাড়িতে নাই, তারা আসলে বিস্তারিত বলতে পারবে।