আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশের নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিন অপরাহ্নে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কে.বি.এম কলেজ দিনাজপুরের আয়োজনে সকাল ৮.৩০ মিনিটে জেলা প্রশাসন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অধ্যক্ষ মোঃ জিয়াউল হুদার নেতৃত্বে কলেজের শিক্ষকবৃন্দ।
এরপরে ১০.৪৫ মিনিটে কে.বি.এম কলেজে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জিয়াউল হুদা, অধ্যক্ষ, কে.বি.এম কলেজ দিনাজপুর, সরদার কুদরত-ই-খুদা, উপাধ্যক্ষ, কে.বি.এম কলেজ দিনাজপুর, মোঃ হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক, কে.বি.এম কলেজ দিনাজপুর সহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।