চরভদ্রাসনে করোনা সন্দেহে ২২ জনের নমুনা সংগ্রহ, নেগেটিভ ৯
মো.মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন, ফরিদপুর :ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় (কোভিড-১৯) করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এখন পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের ২২ জনের নমুনা সংগ্রহ করেছে উপ জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন ব্যক্তিরা জ্বর, কাশি, মাথা ব্যাথায় আক্রান্ত হন। এদের মধ্যে গত ৩এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত নমুনা পাঠানো নয়জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া বাকি তেরজনের নমুনা পাঠানো রিপোর্ট ভালো আসবে বলেও উপজেলা স্বাস্থ্যকর্মকর্তার ধারনা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, উপজেলায় করোনা রোধে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি দিন বিভিন্ন সেবা দানের পাশাপাশি করোনা ভাই রাস আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহের জন্য আমা দের টিম প্রতিনিয়িত মাঠ পর্যায়ে কাজ করে চলে ছে । তিনি আরো জানান, এছাড়া আমরা উপ জেলায় এ পর্যন্ত বিভিন্ন বিদেশ ফেরত আসা ১৩৫ জনের কোয়ারেন্টাইন সম্পূর্ন করেছি।