ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌরসদরের রায়পাড়া গ্রামের কাজীপাড়া জামে মসজিদের মোহতামিমের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নিবাহর্ী বরাবর প্রদান করেন উপস্থিত মুসল্লিগন। শুক্রবার জুম্মার নামাজের পর শত শত মুসল্লি হাতে হাত রেখে ঘন্টাব্যাপি মানববন্ধন করে। এসময় উপস্থিত মুসল্লি লিয়াকত কাজী বলেন, দীর্ঘদিন ধরে কাজীপাড়া জামে মসজিদের নামে সরকারি অনুদার উপজেলা পরিষদ থেকে অনুমদিত হয়েছে এবং তা উত্তলন করা হয়েছে। অথচ মসজিদ কমিটির কেউ বিষয়টি জানেওনা। তাছাড়া কাজী পাড়া জামে মসজিদের নামে অপ্প করা সম্পতির কাগজপত্র কৌশলে জালিয়াতির চেষ্টা করে মসজিদটির নাম পরিবর্তন করার চেষ্টা করে সে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসল্লি গন ক্ষোভে ফুসে ওঠে।
মানববন্ধন থেকে ফরিদ কাজী বলেন, মসজিদের জায়গা আমরা অপ্প করে দিয়েছি আর ঐ জায়গার উপরে সৌদি আরবের নাগরিক সাদ সালমানের অনুদানে নির্মিত। মোহতামিম বিভিন্ন জনকে ভুল বুঝিয়ে নানা সুযোগ সুবিধা নিতে ছিল। প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি করা হয় মানববন্ধন থেকে।
এব্যাপারে মসজিদের মোহতামিম লোকমান হোসেন মাতুব্বরের বক্তব্য জানতে চেষ্টা করলে তিনি সংবাদকমর্ীদের এড়িয়ে চলে যান।