নগরকান্দা’য় স্বাস্থ্যবিধি না মানায় ১৫ জনের অর্থদন্ড
ফরিদপুরের নগরকান্দায় স্বাস্থ্যবিধি মেনে না চলায় পৃথক অভিযানে ১৫ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই দন্ড প্রদান করেন।
জানা গেছে, উপজেলা সদর, সাব-রেজিস্টার অফিস চত্বর, কলেজ রোড ও বাজার এলাকায় অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মাক্স না পরাসহ স্বাস্থ্য মন্ত্রনালয়েরে ঘোষিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১৫ জনকে মোট ৩ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সংক্রমন রোগ প্রতিরোধ আইনে এ সকল দন্ড দেয়া হয় বলে জানায় আদালত সূত্র।