মোঃ মঈন উদ্দীন চিশতী,দিনাজপুরঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের প্রান কেন্দ্র সেতাবগঞ্জ বাজারের তিন রাস্তা মোড়স্থ পাট গোডাউনের সামনে চলন্ত ট্রাক কেড়ে নিল মোঃ হাসান(১০) নামে এক শিশুর প্রান।
নিহত হাসান সেতাবগঞ্জ পৌর শহরের বনোমালী পাড়ার ভ্যান চালক মোঃ পয়গাম এর কনিষ্ঠ পুত্র বলে।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ২টার দিকে হাসান বাই সাইকেল যোগে নিজ বাড়ীতে আসার পথে সেতাবগঞ্জ বাজারের তিন রাস্তা মোড়স্থ পাট গোডাউনের সামনে চলন্ত ট্রাক ঢাকা মেট্রো-২২-৩৫৮৫ তাকে চাপা দেয়।
এলাকাবাসী শিশু হাসান কে বোচাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্মরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আহত হাসান কে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে প্রেরন করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশু হাসান মৃত্যু বরণ করে। ট্রাক চালক পলাতক। তবে ঘাতক ট্রাকটি বোচাগঞ্জ থানা হেফাজতে রয়েছে বলে জানান বোচাগঞ্জ থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা।