ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা জেলা পুলিশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ 4 বছর আগে
262 বার দেখা হয়েছে
০
বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।
আজ বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্স হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়।
জেলা পুলিশ সুপার মো: আলিমুজ্জামান এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা, সাবেক পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরু মোহাম্মদ মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল ইসলাম, জেলা ডিবি পুলিশের ইনচার্জ সুনীল কর্মকার প্রমুখ।
এসময় বীরমুক্তিযোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়া হয় গোলাপ ও রজনীগন্ধা ফুল আর সঙ্গে ছিল জেলা পুলিশের বিশেষ উপহার।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। তাদের যোগ্য সম্মান দিতে হবে।
পুলিশ বাহিনীতে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সর্বাত্মক থাকবে। তাদের জন্য ফরিদপুর জেলা পুলিশের দরজা খোলা থাকবে সবসময়।