চরভদ্রাসনে পেয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে পেয়াজের দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিং এ নেমেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে এ ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরে বাজারে পেয়াজের কৃত্রিম সংকট তৈরি করে অতি উচ্চ মূল্যে পেয়াজ বিক্রি করে আসছিলেন।
খবর পেয়ে, বাজার মনিটরিংয়ে পেয়াজ ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে ও জনপ্রতি ২/৩ কেজি পেয়াজ বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।