নির্মূল কমিটির উদ্যোগে মুজিববর্ষের শুরুতেই রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা কমিটি উদ্যোগে সকাল ৮টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনোদিনী সিটি হাসপাতাল ( ৭ এ এন দাস লেন,টুটপাড়া) এ রক্তদান দান বিকাল ৪টা গল্লামারি – বটিয়াঘাটা- দাকোপ সড়কে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হবে।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করবেন সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী তাপসি দাস। সমগ্র কর্মসূচিতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ডা. শেখ বাহারুল আলম ।
সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন এক বিবৃতিতে সকল কর্মসূচিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।