• ঢাকা
  • রবিবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং
সালথায় ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ইং এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরু হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।

সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় সালথা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সালথা উপজেলা চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, উপ‌জেলা সহকার‌ী শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খাইরুল বাশার।

ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে সালথা উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৪০ জন খেলোয়াড় অংশ নেয়। কোচের দায়িত্ব পালন করবেন সালথা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি ও সালথা উপজেলার ফুটবলার আ: রহিম।

১৬ জানু্য়ারি ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।