• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে দুটি পিস্তল, গুলি ও মাদকসহ আন্ত: জেলা ডাকাত দলের ৭ জন গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও মাদকসহ আন্ত: জেলা ডাকাত দলের সাত জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা।

রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

আসামীরা হলেন দুই ভাই রায়েব আলী সরদার ও মিন্টু সরদার। এছাড়া আশরাফুল শেখ, মিজান শেখ, আলেপ মন্ডল ওরফে সাগর, শেখ মোশারাফ ওরফে মুছা, মোশারফ হোসেন। এদের বাড়ী ফরিদপুর সদর উপজেলাসহ নগরকান্দা, সালথা ও রাজবাড়ী জেলাতে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত রোববার ভোর ৫ টার দিকে ফরিদপুর শহরের হাবেলী গোপালপুরের ডগবস্তি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ওই সাত জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ২টি দেশীয় পিস্তল, একটি খেলনা পিস্তল, একটি রামদা, একটি ছোরা, ২১০পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কোন কোন আসামীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১ থেকে ১৪টি মামলা রয়েছে বলেও তিনি জানান। আটক দলনেতা রায়ের আলী সরদার ও তার ছোট ভাই মিন্টু সরদারের কাছে দুটি চার রাউন্ড গুলিসহ দুটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে জিআর মামলা ৪৬/২২ ও ৩৯৯/৪০২ ধারায় আসামীদের কে আদালতে প্রেরণ করেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।