মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুন লেগে ঔষধ, যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষতির পরিমান এখনও নির্ধারন করা যায়নি। গত দেড় মাসে তিন বার আগুন সংঘটিত হলো এই হাসপাতালে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের সহায়তায় আধা ঘণ্টা মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
এদিকে বার বার আগুন লাগার কারন অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ হতে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভেতরে অনেক ঔষধ ও যন্ত্রপাতি রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি।
এ বিষয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় অন্ধকারে সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সুত্রপাত সম্পর্কে এখনো জানাযায়নি।
জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার বলেন, গত দেড় মাসে হাসপাতালে তিন বার আগুন সংঘটিত হয়। আমরা আতঙ্কিত ও শংকিত। এটি ১ হাজার বেডের হাসপাতাল, এসব স্থানে আগুন লাগলে বিপুল সংখ্যক প্রান হানির শংকা থাকে।
তিনি বলেন, কেন বার বার আগুন লাগছে তার কারন অনুসন্ধানে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, স্টোর রুমটিতে ঔষধ ও নতুন নতুন যন্ত্রপাতি রয়েছে, তা ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলা প্রশাসক বলেন, হাসপাতালের স্টাক্চারাল কিছু ত্রুটি রয়েছে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। বিকল্প ব্যাবস্থা সৃষ্টি করতে আমরা উর্ধতনদের সাথে কথা বলবো।