মোঃ রমজান শিকদার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১৬/০৯/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার ভাঙ্গা বাজার হরিমন্দির ও নাট মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে জরুরী সভা আয়োজন করেন। সোমবার বিকালে আয়োজিত সভায় ভাঙ্গায় ৯২ টি দুর্গামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সার্বজনীন দুর্গাপূজায় যাতে আগামীতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে প্রতিটি মন্ডপের পক্ষ থেকে সিসি ক্যামেরায় স্থাপন সহ স্থানীয় স্বেচ্ছাসেবক দ্বারা মন্ডপ পরিচালনা করার অনুরোধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরতে খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কমান্ডার মেজর গালিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদ হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুধাংশ বাবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন।
উল্লেখ্য গত শনিবার রাতে কে বা কারা ভাঙ্গা বাজারের হরি মন্দির ও নাট মন্দিরের প্রায় আটটি প্রতিমা ভাঙচুর করে। রবিবার দুপুরে বিষয়টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নজরে আসলে তারা প্রশাসনের সহায়তা কামনা করেন।