• ঢাকা
  • শুক্রবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গা আদর্শ কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ইসলাম ধর্মের প্রবর্তক, বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) এর ১৪৪৬ তম জন্মদিন বা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কলেজ সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে আলফাডাঙ্গা আদর্শ কলেজ।
একইসাথে রচনা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১ টার দিকে (১৬ সেপ্টেম্বর) মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর তাৎপর্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক কে এম আরিফুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আকলিমা সুলতানা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কবিরুল আলম ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন।

এদিকে একই দিন উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের নেতৃত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।