মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
নিত্যপণ্যের দাম কমাতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখা
আজ বিকেলে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলার সভাপতি রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে চাল,ডাল,তেল সহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক মানববন্ধন এর আয়োজন করে তারা।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল,জেলা কমিটির সদস্য সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, সহ কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নিত্য পণ্যের উর্দ্ধগতির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবণ মানের উপর বিরুপ প্রভাব পড়ছে সেই দিকে বর্তমান সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।তাদেরই নিয়োগ করা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে জিনিসপত্রের অযৌক্তিক দাম বাড়িয়ে অতি মুনাফা করছে। তারা অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান এবং কালোবাজারির কারবারিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।